৩১ জানুয়ারি ২০২৬, ০৮:১১

কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ আজ, দাবি আদায়ে দেবেন স্মারকলিপি

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের লোগো   © ফাইল ফটো

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আজ শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টায় ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে অগ্রসর হবে। মিছিল শেষে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

আয়োজকরা জানান, কারিগরি শিক্ষার্থীদের বিভিন্ন যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. তামিম আহমেদ বলেন, ‘কারিগরি শিক্ষার্থীদের অধিকার ও দাবিগুলো যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরতেই আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি। আমরা আশা করছি, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।’