ঈদে কুমিল্লা পলিটেকনিকে শিক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের মধ্যাহ্নভোজের আয়োজন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে অবস্থানরত শিক্ষার্থীদের মাঝে ঈদকে আনন্দ ভাগাভাগি করে নিতে ‘ঈদ শুভেচ্ছা বিনিময় ও মধ্যাহ্নভোজ’ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইনস্টিটিউট শাখা। মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও এতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা পলিটেকনিক শাখা ছাত্রশিবিরের সভাপতি রুহুল আমিন।
তিনি বলেন, ‘অনেক শিক্ষার্থী ঈদের সময় হলে বা মেসে একা থাকেন। তারা কোরবানির আনন্দ কিংবা পরিবারের সঙ্গে ঈদের উৎসবে অংশ নিতে পারেন না। সেই শিক্ষার্থীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এই আয়োজন করা হয়েছে। আমরা ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কথাও বিবেচনায় নিয়েছি, সবার জন্যই আমাদের আমন্ত্রণ উন্মুক্ত।’
আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, বন্ধন ও সহমর্মিতার মানসিকতা গড়ে তুলতে সহায়ক হবে।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য নৌকা মার্কা রেখেছেন, প্রশ্ন আসিফের

পাকিস্তানি জঙ্গি সংগঠন সংশ্লিষ্টতার অভিযোগে ২ জন গ্রেফতার

দেশে ফিরলেন জামায়াত আমির, বিমানবন্দরে চীনা রাষ্ট্রদূতের শুভেচ্ছা
