১৩ অক্টোবর ২০২৪, ২০:১২

কারিগরি বোর্ডের ফল যেভাবে প্রকাশিত হবে

কারিগরি শিক্ষা বোর্ড  © ফাইল ফটো

২০২৪ সালের এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফল আগামী ১৫ অক্টোবর প্রকাশিত হচ্ছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত এক  এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ২০২৪ সালের এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স চূড়ান্ত পরীক্ষার ফলাফল ১৫ অক্টোবর বেলা ১১টায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সভাকক্ষে চেয়ারম্যান প্রকৌশলী মো. রকিব উল্লাহ প্রকাশ করবেন। পরীক্ষার্থীরা বেলা ১১টায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.bteb.gov.bd) এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে তাঁদের ফল জানতে পারবেন।

উল্লেখ্য, চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।