কারিগরি শিক্ষা বোর্ড
পরীক্ষা নিয়ে ফেসবুকে ‘ভিত্তিহীন বিজ্ঞপ্তি’, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৮, ০৬:২২ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ১০:১২ PM
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সমাপনী পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সংশ্লিষ্টদের এ ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
রবিবার কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী ৬ ডিসেম্বর থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর সমাপনী পরীক্ষা শুরু হবে। তবে এ পরীক্ষা সংক্রান্ত বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এ ধরণের খবর ভিত্তিহীন। এসব ভিত্তিহীন বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বোর্ড। একই সঙ্গে সংশ্লিষ্টদের কারিগরি শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েব সাইটে (www.bteb.gov.bd) ভিজিট করতে বলা হয়েছে।’