অনলাইনে এমপিও আবেদন শুরু, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
বেসরকারি ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনলাইনে এমপিও আবেদন শুরু হয়েছে বৃহস্পতিবার । আগামী ৩০ সেপ্টেম্বরের অনলাইনে আবেদন করা যাবে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম জাকির হোসেন ভুঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয় সূত্র জানায়,আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে বেসরকারি ডিপ্লোমা ইন এগ্রিকালচার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নতুন এমপিওর জন্য আবেদন করতে হবে। অনলাইনে এমপিওভুক্তির আবেদনের লিংক শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরা শিক্ষা বিভাগ, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
সূত্র জানায়,শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন কোড এবং একাডেমিক স্বীকৃতি ছাড়া এমপিও প্রদান সম্ভব হচ্ছে না। তাই একাডেমিক স্বীকৃতির যেসব আবেদন বোর্ডে জমা আছে তা দ্রুত নিষ্পত্তি করতে কারিগরি শিক্ষা বোর্ডকে বলা হয়েছে। স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে ইআইআইএন নম্বর প্রাপ্তির আবেদন করতে বলা হয়েছে।