০৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:২৫
বহিরাগতদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ
যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের সংঘর্ষে কলেজ ছাত্রলীগ সভাপতিসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের মধ্যে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীসহ সাতজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন— কলেজ ছাত্রলীগ সভাপতি সাহেদ আলী পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ হাসান, শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মঞ্জুরুল ইসলাম মুক্ত, মাহাবুবুর রহমান জনি, মোস্তাফিজুর রহমান, সুমন হোসেন ও বহিরাগত আব্দুল্লাহ ও সাহেব আলী। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান বলেন, বহিরাগতদের হামলায় কলেজ ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজন আহত হয়েছেন। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।