২১ আগস্ট ২০২৩, ১১:২১

এমপিওভুক্ত হলেন ১৩২ শিক্ষক-কর্মচারী

কারিগরি শিক্ষা অধিদপ্তর  © ফাইল ফটো

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ১৩২ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন।

রোববার (২০ আগস্ট) এসব শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্ত করে আদেশ জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের পরিচালক (পিআইডব্লিউ) এ ওয়াই এম জিয়াউদ্দীন আল-মামুন)।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীদের মধ্যে এইচএসসি বিএম প্রতিষ্ঠানের ৬৫ জন, এসএসসি ভোকেশনাল প্রতিষ্ঠানের ৫৯ জন  ও কৃষি ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানের ৬ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। 

জানা গেছে, ২০২০ সালে জারি হওয়া এমপিও নীতিমালার আলোকে এ  শিক্ষক-কর্মচারীদের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভিুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জুলাই মাস থেকে এসব শিক্ষক-কর্মচারীর এমপিও কার্যকর হবে।

নতুন এমপিওভুক্ত শিক্ষকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন