কারিগরি শিক্ষার প্রসারে সহযোগিতা করব: নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা আমাদের অগ্রাধিকারের অগ্রাধিকার। এর প্রসারে সরকার সব ধরনের সহযোগিতা করবে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমেই দক্ষ জনশক্তি গড়ে তোলা সম্ভব।’

ঢাকায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে বাংলাদেশ প্রাইভেট পলিটেকনিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিপিওএ)-এর দ্বিতীয় জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ২০০৯ সালে মোট শিক্ষার্থীর মাত্র শতকরা এক ভাগ কারিগরি শিক্ষায় পড়াশোনা করত, সরকারের আন্তরিক প্রচেষ্টায় বর্তমানে তা ১৪ ভাগে উন্নীত হয়েছে। ২০২০ সালে এটি শতকরা ২০ ভাগে উন্নীত করা হবে।


সর্বশেষ সংবাদ