কারিগরি শিক্ষকদের এমপিও আবেদন করতে যে কাগজপত্র লাগে

ক্লাস নিচ্ছেন শিক্ষক
ক্লাস নিচ্ছেন শিক্ষক  © ফাইল ছবি

দীর্ঘ অপেক্ষার পর সম্প্রতি বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও কোড পেয়েছে। এই এমপিও কোড দিয়ে এমপিওভুক্ত হওয়ার আবেদন করবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। 

এমপিওভুক্তির আবেদন করতে গিয়ে কোন ধরনের কাগজপত্র প্রয়োজন হয় সেটি নিয়ে অনেকেই সমস্যায় ভোগেন। কোন কাগজপত্র কীভাবে জমা দিতে সেটি অনেকেই জানেন না। ফলে এমপিও আবেদন করলেও বারবার ফাইল রিজেক্ট হয়ে যায়।

শিক্ষকদের ভোগান্তি দূর করতে কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠানের শিক্ষকদের এমপিওভুক্তির আবেদন করতে যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে সেগুলোর তালিকা নিচে তুলে ধরা হলো-

*জেলা শিক্ষা কর্মকর্তার মতামতসহ অগ্রায়ন পত্র।
*সভাপতি ও অধ্যক্ষের মতামতসহ অগ্রায়ন পত্র।
*এমপিওভুক্তি সংক্রান্ত মূল আবেদন ফরম (পূরণকৃত)।
*শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তির আবেদনের সংক্ষিপ্ত তথ্যের হার্ড ও সফট কপি (পূরণ কৃত)।
*৩০০/- (তিনশত) টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রতিস্বাক্ষরে সকল তথ্য সঠিক মর্মে অঙ্গীকারনামা থাকতে হবে।
*কমপক্ষে একটি জাতীয় দৈনিক ও একটি স্থানীয় দৈনিক পত্রিকায় প্রচারিত নিয়োগ বিজ্ঞপ্তির মূলকপি।
*নিয়োগ সংক্রান্ত সকল রেজুলেশন ( নিয়োগবাছাই কমিটি গঠন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন বাছাই, বাকাশিবো কর্তৃক গঠিত নিয়োগ বাছাই কমিটির দ্বারা নিয়োগরে সুপারিশের রেজুলেশন, নিয়োগ অনুমোদনের রেজুলেশন।
*নিয়োগ পরীক্ষার মূল ফলাফল শাঁটি। ফটোকপি গ্রহণযোগ্য নয়। নিয়োগ কমিটির সকল সদস্যের স্বাক্ষর ও সীল থাকতে হবে।
*NTRCA কর্তৃক নিয়োগের ক্ষেত্রে গণবিজ্ঞপ্তিসহ নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্র। গণ বিজ্ঞপ্তি, ই রিকুইজিশন, মেধা তালিকা, মিয়াগ কনফারমেশন পত্র, পদের ধরণ ( এমপিও/ নন এমপিও)।
*প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সকল সঙ্গ পত্র। (সংশ্লিষ্ট বোর্ড/ বিশ্ববিদ্যালয় কর্তৃক ভেরিফিকেশেন সহ)।
*নিয়োগ পত্র।
*যোগদান পত্র।
*বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বাকাশিবো) কর্তৃক গঠিত নিয়োগ বাছাই কমিটির পত্র।
*ডিজি'র প্রতিনিধি মনোনয়ন পদ্ম।
*প্রতিষ্ঠানের ১ম ও শেষ এমপিও কপি।
*ইনডেক্সধারী শিক্ষক-কর্মচারির পূর্ববর্তী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান সমূহের সংঠেটি শিক্ষক-কর্মচারীর ১ম ও শেষ এমপিও কপি।
*নিবন্ধন সনদ পত্র (শিক্ষকের ক্ষেত্রে)।
*নিয়োগকালীন ও হালনাগাল ম্যানেজিং কমিটি অনুমোদনের কপি (সংযুক্ত প্রতিষ্ঠান হলে বাকাশিবো প্রতিনিধি অনুমোদনসহ)।
*জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি।
*ইনডেক্সধারীর বেলায় সর্বশেষ বেতন উত্তোলনের ব্যাংক প্রত্যয়ণপত্র।
*ব্যাংক একাউন্ট খোলার প্রত্যয়ন পত্র।
*প্রতিষ্ঠানের ভোকেশনাল শাখা খোলার এমপিও ভুক্তির সরকারী আদেশ (জিও)।
*বাকাশিবো কর্তৃক স্পেশালাইজেশন খোলার অনুমতি পত্র ও স্বীকৃতি পৰ।
*বাকাশিবো কর্তৃক স্পেশালাইজেশন অ্যাফিলিয়েশনের নবায়নের সর্বশেষ কপি।
*তথ্য ছক (ফরম-১) পূরণ করতে হবে।
*বিশ কলাম ছক (ফরম-২) পূরণ করতে হবে।
*শিক্ষক-কর্মচারী নিয়োগের তথ্যাবলী (ফরম-৩) পূরণ করতে হবে।
বিষয় ভিত্তিক শিক্ষক-কর্মচারীদের নামের তালিকা(ফরম-৪) পূরণ করতে হবে।
*নব নিযুক্ত শিক্ষক-কর্মচারীদের তথ্য (ফদাম-৫) পূরণ করতে হবে।
*শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য বিবরণী ছক (ফরম-৯) পূরণ করতে হবে।
*প্রতিষ্ঠানের স্পেশালাইজেশন বিষয় ভিত্তিক ছাত্র-ছাত্রীর সংখ্যার তালিকা (ফরম-১০) পূরণ করতে হবে।(বাকাশিবো রেজিস্ট্রেশনের প্রমানক RIF)।
*বিগত ০৩ বৎসরের বোর্ড ফাইনাল পরীক্ষার ফলাফল। বাকাশিবো অনলাইন ফলাফলের প্রমানক)।
*মামলা নেই মর্মে প্রত্যয়ন পত্র। (প্রতিষ্ঠান/ম্যানেজিং কমিটি/নিয়োগ সংক্রান্ত মামলা নেই মর্মে প্রত্যয়ন সভাপতি ও প্রতিষ্ঠান প্রধানের প্রতিস্বাক্ষরসহ)।


সর্বশেষ সংবাদ