২৫ নভেম্বর ২০২৫, ১৬:৪৭

মোবাইলে ইন্টারনেটের গতি বাড়াবেন যেভাবে

প্রতীকী ছবি  © সংগৃহীত

স্মার্টফোনে দ্রুতগতির ইন্টারনেট এখন দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু বিভিন্ন সময় নেট ধীরগতির হওয়ায় মেসেজ পাঠানো, ভিডিও দেখা বা ওয়েবসাইট লোড করতে ভোগান্তিতে পড়তে হয়। তবে কয়েকটি সহজ পদ্ধতি অনুসরণ করলে ঘরে বসেই মোবাইল ইন্টারনেটের গতি বাড়ানো সম্ভব।

বিশেষজ্ঞদের মতে, মোবাইলের বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে করতে ক্যাশে ডেটা জমে যায়। অনেকেই নিয়মিত ক্যাশে ক্লিয়ার করেন না, যা স্টোরেজে চাপ বাড়ানোর পাশাপাশি ইন্টারনেটের গতি কমিয়ে দেয়। তাই নিয়মিত ক্যাশে ডেটা মুছে ফেলা উচিত।

আরও পড়ুন: ৪০ বিষয়ের শিক্ষাগত যোগ্যতার সমতা বিধান নিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভা শুরু

এ ছাড়া একসঙ্গে বেশি অ্যাপ খোলা থাকলে ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার বেড়ে যায়, ফলে নেট স্পিড কমে যায়। অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখলে স্পিড উন্নত হয়। একইভাবে, স্বয়ংক্রিয় অ্যাপ আপডেট চালু থাকলে ব্যাকগ্রাউন্ডে ডেটা খরচ বেড়ে ইন্টারনেট ধীর হয়ে পড়ে। তাই অ্যাপ আপডেট ম্যানুয়ালি করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

অনেক সময় মোবাইলের ‘অটো সিলেক্ট নেটওয়ার্ক’ অপশন চালু থাকলে ফোন বারবার নেটওয়ার্ক বদলে ফেলে, যা কানেকশন অস্থিতিশীল করে। নিজের অপারেটরের নেটওয়ার্ক ম্যানুয়ালি নির্বাচন করলে ইন্টারনেটের গতি বাড়তে পারে।

সব মিলিয়ে ক্যাশে পরিষ্কার রাখা, অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করা, স্বয়ংক্রিয় আপডেট বন্ধ রাখা এবং ম্যানুয়ালি নেটওয়ার্ক বাছাই—এই পদক্ষেপগুলো অনুসরণ করলে অতিরিক্ত খরচ ছাড়াই মোবাইল ইন্টারনেটের গতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।