এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ বোনাস দাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ জুন ২০২১, ০৪:৩৭ PM , আপডেট: ২৬ জুন ২০২১, ০৪:৩৭ PM
আসন্ন ঈদুল আজহা হতে এমপিওভুক্ত শিক্ষকদের শতভাগ বোনাস বা উৎসব ভাতা দিতে প্রজ্ঞাপন জারির দাবি জানানো হয়েছে।
আজ শনিবার (২৬ জুন) এক ভার্চুয়াল মিটিংয়ে এ দাবি জানায় এমপিওভুক্ত ১০টি শিক্ষক সংগঠনের জোট ‘শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি’।
কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ জসিম উদ্দিন আহমদের সভাপতিত্বে এই মিটিং হয়। মিটিং সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের (বামাশিকফো) সভাপতি উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
সভায় শতভাগ উৎসব ভাতা বাস্তবায়ন কমিটি সম্প্রসারণের লক্ষ্যে নতুন তিনটি সংগঠনকে জোটে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
সংগঠনগুলো হলো- বাংলাদেশ ভোকেশনাল শিক্ষক সমিতি, বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান শিক্ষক সমিতি এবং বঞ্চিত শিক্ষক সমাজ। সভায় সরকার আরোপিত কঠোর লকডাউনের কারণে দ্রুত শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির জন্য কূটনৈতিক তৎপরতা বাড়ানোর সিদ্ধান্ত হয়।