বাবুনগরী-জিহাদীর নেতৃত্বে হেফাজতের নতুন কেন্দ্রীয় কমিটি
অনেক আলোচনা সমালোচনার পরে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। জুনায়েদ বাবুনগরীকে আমির এবং নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেছে দলটি।
আজ সোমবার (৭ জুন) বেলা ১১টায় খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন এই কমিটিতে বাদ পড়েছেন জেলে থাকা ও রাজনৈতিক পরিচয়ধারী নেতারা। বাদ পড়েছেন আলোচিত নেতা সাবেক যুগ্ম সম্পাদক মামুনুল হকও। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। আর নতুন যুক্ত হয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা প্রয়াত আমির শাহ আহমদ শফীর বড় ছেলে মো. ইউসুফ।
নতুন এই কমিটি নিয়ে দলটির মধ্যে চলছে নানান বিতর্ক। আল্লামা শফী হত্যার সাথে জড়িত ব্যক্তিরাও এই কমিটিতে স্থান পেয়েছেন বলেও অভিযোগ করছেন দলটির একাধিক নেতাকর্মী।
নাম প্রকাশ না করার শর্তে হেফাজতে ইসলামের একাধিক নেতা বলেন, জুনায়েদ বাবুনগরী রাজনৈতিকমুক্ত হেফাজতে ইসলাম গড়ার ঘোষণা দিলেও ৩৩ সদস্যের কমিটিতে কমপক্ষে ১০ জন রাজনৈতিক দলের নেতা রয়েছেন। ওই কমিটিতে স্থান দেওয়া হচ্ছে হুজি ও আল্লামা আহমদ শফী হত্যার অভিযুক্তদেরও।