৩১ জানুয়ারি ২০২৬, ১৮:৪৪
পে-স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে নতুন কর্মসূচিতে যাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা
নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটে। আজ শনিবার রাতে এ কর্মসূচি ঘোষণা করা হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।
তিনি জানান, ‘পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে সরকারি কর্মচারীদের কর্মসূচির সাথে সমন্বয় করে আজ রাতেই জাতীয়করণ প্রত্যাশী জোট নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনশা-আল্লাহ।’