খালেদা জিয়া © সংগৃহীত
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জিয়া পরিষদ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংগঠনটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. আব্দুল লতিফ ও মহাসচিব প্রফেসর মো. এমতাজ হোসেনের পাঠানো এক যৌথ শোক বার্তায় তারা বলেন, বেগম খালেদা জিয়া দলমতের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের রাজনীতিতে একজন জাতীয় নেতায় পরিণত হয়েছিলেন। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দীর্ঘ সময় ধরে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক জীবন, সিদ্ধান্ত, অবদান ও আপসহীন নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন পরিশীলিত, মার্জিত ও রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী।
তারা আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। তার আপোসহীন নেতৃত্বের ফলে বিভিন্ন সময়ে দেশের সংকটময় পরিস্থিতির সফল উত্তরণ ঘটেছে। তার ইন্তেকালে দেশ এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারালো, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি শূন্যতার সৃষ্টি করল।
শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী মানুষের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করা হয়। মহান আল্লাহ তাআলা বেগম জিয়াকে তার অশেষ রহমতে ঢেকে দিন, সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতুল ফেরদৌসের অনন্ত শান্তির আশ্রয় দান করুন।