বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইবির ইউট্যাব ও জিয়া পরিষদের শোক

৩০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৯ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়, ইউট্যাব ও জিয়া পরিষদের লোগো

ইসলামী বিশ্ববিদ্যালয়, ইউট্যাব ও জিয়া পরিষদের লোগো © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) জিয়া পরিষদ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন ইউট্যাব। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ তার রাজনৈতিক জীবন, আপসহীন নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে পৃথক দুই শোক বার্তায় শোক জানান ইবি জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম এবং ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান। 

শোকবার্তায় জিয়া পরিষদের নেতৃবৃন্দ বলেন, ‘অনন্ত মহাকালের যাত্রায় প্রতি নিয়ত লক্ষ কোটি প্রাণের গমনাগমনের ধারায় কোনো কোনো প্রস্থান এক মহা শূন্যতার সৃষ্টি করে। আজ ভোর ৬টায় জাতীয় জীবনের এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন দেশ ও গণমানুষের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বিগত ফ্যাসিবাদের সতের বছর অমানুষিক নির্যাতন নিপীড়নের শিকার হয়ে নানা শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে পড়েন। মৃত্যুর আগে গত ২৩ নভেম্বর থেকে নানা শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে টানা ৪০ দিন চিকিৎসাধীন ছিলেন।’

নেতৃবৃন্দ আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া পাঁচবার সংসদ সদস্য, তিনবার প্রধানমন্ত্রী ও দুবার বিরোধী দলীয় নেত্রী হিসেবে দেশের মানুষের সেবা করেন। তার আপসহীন গুণবৈশিষ্ট্যের কারণেই যতবার মানুষের অধিকার, স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র স্বৈরাচার ও ফ্যাসিবাদ কর্তৃক আক্রান্ত হয়েছে ততবারই বাংলাদেশের মানুষ তার নেতৃত্বে আস্থা পোষণ করে স্বৈরাচার ও ফ্যাসিবাদ উৎখাত করেছে। তার বিয়োগে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। জাতির এই মহিয়সি, মহিমান্বিত অভিভাবকের মৃত্যুতে সকল দেশবাসীর সাথে আমরা জিয়া পরিষদ, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রত্যেক সদস্য গভীরভাবে শোকাভিভূত।’

অপর শোক বার্তায় ইউট্যাবের নেতারা বলেন, ‘সময়ের অনন্ত প্রবাহের মধ্যেই প্রতিটি মানুষের জন্ম-মৃত্যু। তবু জীবন ও কর্মে কেউ কেউ সময়ের বুকে অভিঘাত তৈরি করেন, কালোত্তীর্ণ হয়ে ওঠেন। বহু-অভিধাভূষিত দেশনত্রেী বেগম খালেদা জিয়া কালের পরিক্রমা শেষ করে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) রেখে গেলেন অনন্য জীবনকীর্তি। ইউট্যাব, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা তাঁর প্রতি অতলশ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করছে। দেশের আর্থ-রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক, ধর্ম-মূল্যবোধ-নৈতিকতা-সাম্য-ন্যায়বিচার-নানাবিধ উন্নয়ন-আপসহীন সংগ্রাম, প্রভৃতি ক্ষেত্রে তার অনন্য দৃষ্টান্ত আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। গণমানুষের নিবিড় ঐক্য আর অনন্য আস্থার বাতিঘর হয়ে তিনি আমৃত্যু আমাদের পথ দেখিয়েছিলেন। তার কীর্তিময় জীবন-কর্ম আর মানবকল্যাণে দেখানো পথ, উত্তরকালেও আমাদের গভীর প্রেরণা। সেই পথেই আমরা অগ্রপথিক হয়ে উঠতে চাই।’

‘মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা তার শোকসন্তপ্ত পরিবার এবং তার আদর্শিক বৃহৎ পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এং মহান রব্বুল আলামিনের কাছে তার রুহের মাগফিরাত কামনা করছি।’

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে পুলিশের অভিযান
  • ৩১ ডিসেম্বর ২০২৫
২০২৫ সালে যাদের হারাল মাভাবিপ্রবি পরিবার
  • ৩১ ডিসেম্বর ২০২৫
দেশবাসীকে ঈসায়ী নববর্ষের শুভেচ্ছা জানাল জামায়াত
  • ৩১ ডিসেম্বর ২০২৫
জামায়াত সবচেয়ে বেশি আসন পেলে প্রধানমন্ত্রী কি আপনি— জবাবে য…
  • ৩১ ডিসেম্বর ২০২৫
নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলেন ছোট ভাই
  • ৩১ ডিসেম্বর ২০২৫
এখন পর্যন্ত কোন দল কতটি আসন ছাড়ল?
  • ৩১ ডিসেম্বর ২০২৫