১৯ ডিসেম্বর ২০২৫, ২১:১০

আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে ওসমান হাদি হবেন আগামীর অনুপ্রেরণা

ইউনিভার্সিটি টিচার্স লিংকের লোগো  © সংগৃহীত

আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আগামীর অনুপ্রেরণা হবে বলে বিবৃতি দিয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে শিক্ষকদের এ সংগঠনটি।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) ইউটিএল-এর আহ্বায়ক অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস এবং সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে ইউটিএল নেতারা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, ভারতীয় আধিপত্যবাদ ও কালচারাল ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় মুক্তির যে যাত্রা হাদী শুরু করেছিলেন, সেই সংগ্রামকে আমাদের অব্যাহত রাখতে হবে। বিগত দেড় বছর ধরে ফ্যাসিবাদকে প্রতিরোধে হাদীর যে নির্ভীক ভূমিকা, তা জাতীয় ইতিহাসে তাকে চিরস্মরণীয় করে রাখবে এবং আগামীর বাংলাদেশ নির্মাণে তিনি হবেন নতুন প্রজন্মের অনুপ্রেরণা।’

তারা আরও বলেন, হাদীর মৃত্যুজনিত শোককে শক্তিতে পরিণত করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষার লড়াইকে আরও বেগবান করতে হবে। আমাদের সাংস্কৃতিক দখলদারিত্বের বিরুদ্ধে হাদী যে সংস্কৃতিচর্চা, সাংস্কৃতিক প্রতিরোধ ও জাতীয় আত্মমর্যাদার আন্দোলন শুরু করেছিলেন, তা সামনে এগিয়ে নিয়ে যাওয়াই এখন জাতির দায়।

ইউটিএল নেতারা ইন্টারিম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ও বিচার নিশ্চিত করতে হবে, একই সাথে জুলাইয়ের সকল বিপ্লবীদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শরীফ ওসমান হাদীর এ মৃত্যুতে আমরা ইউটিএল পরিবার গভীরভাবে শোকাহত। আল্লাহ তাআলা ওসমান হাদীকে যসে শাহদাতের মর্যাদা দান করেন। ইউটিএল পক্ষ থেকে আমরা শোকসন্তপ্ত পরিবার ও তার সংগ্রামী সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।