০৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৫

পে স্কেলের দাবিতে যে আন্দোলন ঘোষণা হবে, তাতে এমপিওভুক্ত শিক্ষকরাও যোগ দেবেন: আজিজী

শহীদ মিনারের জাতীয় সমাবেশে বক্তব্য দিচ্ছেন শিক্ষক নেতা মুহাম্মদ দেলাওয়ার হোসেন আজিজী  © টিডিসি

পে স্কেলের দাবিতে ঘোষিত সব ধরনের আন্দোলনে অংশ নেবেন এমপিভুক্ত শিক্ষকরা। শুক্রবার (৫ ডিসেম্বর) শহীদ মিনারের জাতীয় সমাবেশ থেকে এ ঘোষণা দেন শিক্ষক নেতা মুহাম্মদ দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, ‘৫ আগস্টের পরের এই বাংলাদেশে বৈষম্য মেনে নেওয়া হবে  না। অবিলম্বে গ্রেডের সংখ্যা কমিয়ে পে স্কেল  ঘোষণা করতে হবে। সরকার পে কমিশনে ঘোষণা করেছে, তারপরেই জিনিসপত্রের দাম বেড়েছে। আমি সরকারকে বলতে চাই যদি আপনি পে স্কেল দিতে পারবেন না, তাহলে কেন পে স্কেলের নামে তাল বাহানা করলেন?’

কোনভাবে এই তাল বাহানা চলবে না মন্তব্য করে আজিজী বলেন, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে যদি পে স্কেলের ঘোষণা না আসে, সারা বাংলাদেশের সব কর্মচারী-কর্মকর্তা ছয় লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর পরিবার আগামী দিনের আন্দোলনে মাঠে অংশগ্রহণ করবে।