০৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৮

পেছাল শিক্ষক নেতা আজীজির প্রতিষ্ঠানের অডিট কার্যক্রম

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী  © ফাইল ছবি

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজির প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ ও ৫ জানুয়ারি তার প্রতিষ্ঠানে অডিট কার্যক্রম পরিচালনা করা হবে।

বুধবার পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) এক অফিস আদেশে তদন্তের নতুন সূচির তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, এ অধিদপ্তরের গত ৩০ নভেম্বরের ডিআইএর জারিকৃত অফিস আদেশে ময়মনসিংহ জেলার সদর উপজেলাধীন কাতলাসেন কাদেরিয়া কামিল মাদরাসা পরিদর্শন ও নিরীক্ষা এবং অভিযোগ তদন্তের জন্য আগামী ৭ ও ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিলো। এই মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ দেলাওয়ার হোসেন বার্ষিক পরীক্ষা, বৃত্তি পরীক্ষা, শিক্ষার্থী ভর্তিসহ বিভিন্ন কারণে বর্ণিত পরিদর্শন ও নিরীক্ষা এবং তদন্তের সময় বৃদ্ধির জন্য ৩ ডিসেম্বর এ অধিদপ্তরে লিখিত আবেদন দাখিল করেছেন। এছাড়াও আগামী ১৪ ডিসেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শীতকালীন অবকাশ শুরু হবে বিধায় এই মাদরাসাটি পরিদর্শন ও নিরীক্ষা এবং অভিযোগ তদন্তের জন্য আগামী ৪ ও ৫ জানুয়ারি পুনঃনির্ধারণ করা হলো।

পরিদর্শন ও নিরীক্ষা এবং তদন্ত দলের সদস্যরা আগামী ৩ জানুয়ারি সংশ্লিষ্ট উপজেলার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ এবং আগামী ৬ জানুয়ারি ঢাকার উদ্দেশ্যে সংশ্লিষ্ট উপজেলা ত্যাগ করবেন। বর্ণিত পরিদর্শন ও নিরীক্ষা এবং তদন্তসূচির অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকবে।