সংযুক্ত কারিগরিতে সহকারী প্রধান শিক্ষক পদ সৃষ্টির দাবি
সংযুক্ত এসএসসি ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষকের পদ সৃষ্টির দাবি জানিয়েছেন ট্রেড ইনস্ট্রাক্টরের শিক্ষকরা। এ দাবিতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব বরাবর স্মারকলিপি জমা দিয়েছেন তারা।
সম্প্রতি ট্রেড ইনস্ট্রাক্টর ফোরামের পক্ষে প্রকৌশলী মো. রাশেদ মোশারফ, প্রকৌশলী মিজানুর রহমান গাজী, প্রকৌশলী মো. কামরুল হাসান, প্রকৌশলী আহসান আজীজ সুমন এবং প্রকৌশলী মুরছালিন হক এ স্মারকলিপি জমা দেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, ‘আমরা সংযুক্ত এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল এর ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োজিত আছি। আমরা নিজ বিভাগে ক্লাস এবং প্রশিক্ষণের পরে জেনারেল স্কুল এবং মাদ্রাসায় ৪-৫টি করে ক্লাস নিয়ে থাকি। বিগত এমপিও নীতিমালায় সংযুক্ত এসএসসি ভোকেশনাল শাখায় সহকারী প্রধান শিক্ষক (কারিগরি) পদ তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে কিছু কারণে তা নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয় নাই। যার কারণে সংযুক্ত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না এবং কারিগরি শিক্ষায় ইনরোলমেন্ট অর্জনে বাধাগ্রস্থ হচ্ছে।’
এতে আরও বলা হয়, ‘এসএসসি ভোকেশনাল এবং দাখিল ভোকেশনাল শাখায় সহকারী প্রধান শিক্ষক কারিগরি পদ তৈরি জরুরি। এ বিষয়ে তড়ি’ পদক্ষেপ নেওয়া জরুরি।’