রংপুরে শিক্ষা ক্যাডারদের ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের দীর্ঘদিনের পদোন্নতি বঞ্চনা ও প্রশাসনিক জটিলতার প্রতিবাদে রংপুরে নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি শুরু হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) সকাল এগারোটায় রংপুর সরকারি কলেজে ‘নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি পালিত হয়েছে। সকাল থেকেই কলেজের প্রভাষকরা শ্রেণিকক্ষ বর্জন করে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
রংপুর সরকারি কলেজে আয়োজিত কর্মসূচিতে বক্তারা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের বিধিবহির্ভূত ৫৪টি আদেশের কারণে ৩২তম থেকে ৩৭তম বিসিএস ব্যাচের প্রায় আড়াই হাজার প্রভাষকের পদোন্নতি আটকে আছে।
রংপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ শাহাদুজ্জামান বলেন, ‘আমাদের প্রথম পদোন্নতি পাঁচ বছরে হওয়ার কথা, কিন্তু আমরা ১২ বছরেও পদোন্নতি পাচ্ছি না। ডিপিসি বৈঠক সম্পন্ন হলেও রহস্যজনকভাবে জিও জারি আটকে দেওয়া হয়েছে।’
আরেক বক্তা অভিযোগ করেন, ‘আত্তীকৃত শিক্ষকদের মামলাকে অজুহাত বানানো হচ্ছে। অথচ আদালতের কোনো নির্দেশই পদোন্নতি স্থগিত রাখার কথা বলেনি। এটি প্রশাসনের সদিচ্ছার ঘাটতি ছাড়া আর কিছুই নয়।’
কর্মসূচিতে অংশ নেওয়া প্রভাষকরা জানান, একই সময়ে অন্যান্য ক্যাডার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যাংকার ও এমপিওভুক্ত শিক্ষকেরা পর্যায়ক্রমে পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডারে ১৭ মাস ধরে পদোন্নতি সম্পূর্ণ বন্ধ।
একজন সিনিয়র প্রভাষক বলেন, ‘৩২তম ও ৩৩তম বিসিএস ব্যাচ চাকরিতে যোগদানের এক যুগ পরেও প্রথম পদোন্নতি পাননি। অথচ আমাদের পদোন্নতিতে সরকারের কোনো অতিরিক্ত ব্যয়ও নেই।’
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদের নেতৃবৃন্দ ঘোষণা দেন, সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির সরকারি আদেশ (জিও) জারি না হওয়া পর্যন্ত নো প্রমোশন, নো ওয়ার্ক’ কর্মসূচি চলবে।