২০ অক্টোবর ২০২৫, ১৪:৩০

৪৫ শতাংশ বাড়ি ভাড়াসহ ৭ দাবিতে শিক্ষকদের আন্দোলন রাজশাহীতে

রাজশাহীতে শিক্ষকদের আন্দোলন  © টিডিসি ফটো

বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে টানা নয় দিন ধরে ঢাকায় আন্দোলন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। শিক্ষকদের এই আন্দোলনে সংহতি জানিয়ে এবং নতুন করে ৪৫ শতাংশ বাড়ি ভাড়াসহ ৭ দফা দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় শিক্ষকেরা।

সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রাজশাহী মহানগর শাখার আয়োজনে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন তারা। বিক্ষোভ মিছিল শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

 শিক্ষক-কর্মচারীদের উত্থাপিত ৭ দফা দাবি হলো:

১. বাড়ি ভাতা ৪৫% করতে হবে।

২. চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা দিতে হবে।

 ৩. শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে।

৪. প্রস্তাবিত ১,০৮৯টি ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করতে হবে।

৫. নন-এমপিও শিক্ষকদের চাকরি ও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে।

৬. অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের বকেয়া ভাতা অবিলম্বে পরিশোধ করতে হবে।

৭. স্বৈরাচারী সরকারের আমলে যেসকল এমপিওভুক্ত শিক্ষক তাদের পাওনা বুঝে পাননি, তাদের পাওনাদি নির্বাহী আদেশে পরিশোধ করতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আহ্বায়ক সাইফুল ইসলাম, বান্দা উত্তরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ জসিম উদ্দিন মিধা, নাটোরের মঞ্জিল পুকুর কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসার শিক্ষক এম. এম. রহমান এবং কবার তেতুলিয়া ডাঙ্গা দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুল গাফফার।