শিক্ষক-কর্মচারীদের ক্লাসে উপস্থিতি নিয়ে আলোচিত সেই নোটিশ প্রত্যাহার
বাড়িভাড়া বাড়ানোসহ তিন দফা দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন করছেন। এর মধ্যেই আন্দোলনরত শিক্ষকদের শ্রেণিকক্ষে ফেরাতে বাধ্য করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী কুড়িগ্রামের রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে প্রধান শিক্ষকদের জন্য দেওয়া একটি নোটিশ সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
গত ১৩ অক্টোবরের এ নোটিশটিতে বলা হয়েছে, উপজেলার সমন্বয় সভার সিদ্ধান্ত ও জেলা প্রশাসনের নির্দেশক্রমে রৌমারী উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল প্রতিষ্ঠানের প্রাত্যহিক সমাবেশ ও শিক্ষক-কর্মচারীর হাজিরা এর ছবি প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে ‘রৌমারী মাধ্যমিক শিক্ষা পরিবার’ নামক হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ বলা হলো।
তবে এ নোটিশটি দেওয়ার পর সমালোচনার তৈরি হলে তার পর দিনই এটি প্রত্যাহার করা হয়েছে বলে জানা যায়। নোটিশটি রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ.দা) মো. আব্দুর রবের স্বাক্ষর করা ছিল।
নোটিশটির বিষয়ে জানতে চাইলে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সিদ্ধান্তটি আমার না। গত ২-৩ মাস আগে ইউএনও স্যারের সভাপতিত্বে উপজেলা প্রতিষ্ঠান প্রধানদের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ওই দিন (১৩ অক্টোবর) প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মিটিং ছিলো। সে মিটিংয়ে তাদের চাওয়া অনুযায়ী আমি শুধু পত্র দিয়ে জানিয়েছি। তারপর দিনই আবার শিক্ষক আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে নোটিশটি প্রত্যাহার করে নেয়া হয়।
প্রত্যাহারের নোটিশে বলা হয়, ১৩ অক্টোবর পাঠানো পত্রের কার্যক্রম অনিবার্য কারন বশতঃ স্থগিত করা হলো। পরবর্তীতে রৌমারী মাধ্যমিক শিক্ষা পরিবারের সমন্বয়ে বিষয়টি সকলকে অবহিত করা হবে।