১৮ অক্টোবর ২০২৫, ১৮:৫১

বিএনপিকে বক্তব্য প্রত্যাহারের আহবান অধ্যক্ষ আজীজির

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি  © টিডিসি ফটো

দেশব্যাপী এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি ‘নীতিগতভাবে একমত’ পোষণ করে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে বিবৃতির একটি অংশ নিয়ে আপত্তি জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। ওই অংশটুকু প্রত্যাহারের দাবিও জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে দ্য ডেইলি ক্যাম্পাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজি।

অধ্যক্ষ আজীজি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নিয়ে বক্তব্য দিয়েছেন। আমরা এজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি বিবৃতিও দিয়েছে। এটিও সাধুবাদ পাওয়ার যোগ্য। বিবৃতির প্রথম অংশ নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তবে বিবৃতির একটি অংশ নিয়ে আমাদের আপত্তি রয়েছে। আমরা এটি প্রত্যাহারের দাবি করেছি।

বিবৃতির কোন অংশ নিয়ে আপনাদের আপত্তি, এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘শিক্ষকদের যুক্তিসঙ্গত আন্দোলনকে পুঁজি করে পতিত স্বৈরাচারের সহযোগীরা পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে আসন্ন নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু গণতান্ত্রিক উত্তরণে কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টির অপচেষ্টা চালালে সেটি প্রতিহত করার ক্ষেত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কোনো নমনীয়তা প্রদর্শন করবে না’—এই ব্ক্তব্য নিয়ে আমাদের আপত্তি আছে। কেননা এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের না। এটি সাধারণ শিক্ষক-কর্মচারীদের আন্দোলন। এখানে বিএনপি-জামায়াত, এনসিপিসহ বিভিন্ন মতাদর্শে বিশ্বাসী লোক রয়েছেন। কাজেই এমন বক্তব্য গ্রহণযোগ্য নয়। আমরা এটি প্রত্যাহারের আহবান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করছি। আমাদের হাতে সুযোগ ছিল, পরিস্থিতি অস্থিতিশীল করার, তবে আমরা সেটি করিনি। আমরা অনশন, অবস্থান কর্মসূচির মাধ্যমে সরকারকে আমাদের দাবি সম্পর্কে অবহিত করছি।

গত ৫ অক্টোবর অর্থ মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া মাত্র ৫০০ টাকা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলে তা প্রত্যাখ্যান করে শিক্ষকরা তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন। এরপর ১৩ অক্টোবর প্রেস ক্লাবের সামনে আন্দোলনকারীদের ওপর পুলিশ লাঠিচার্জ করলে আন্দোলন আরও বিস্তৃত হয়। সেই থেকেই শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

১৫ অক্টোবর শিক্ষকরা শাহবাগ মোড় আড়াই ঘণ্টারও বেশি সময় অবরোধ করে রাখেন। পূর্ব ঘোষণানুযায়ী বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা অভিমুখে পদযাত্রা’ করার কথা থাকলেও শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সেটি স্থগিতের ঘোষণা দেন তারা। এরপর ১৭ অক্টোবর থেকে শহীদ মিনারে অনশন কর্মসূচি শুরু করেন তারা। আজ শনিবার কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা।