১৫ অক্টোবর ২০২৫, ০০:০৩

যেখানেই বাধা দেওয়া হবে, সেখানেই শিক্ষক-কর্মচারীরা জবাব দেবে: আজীজি

ফেসবুক লাইভে অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী  © টিডিসি

যেখানেই বাধা দেওয়া হবে, সেখানেই শিক্ষক-কর্মচারীরা জবাব দেবে বলে হুশিয়ারি দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে ফেসবুক লাইভে এসে এ হুশিয়ারি দেন তিনি। 

তিনি বলেন, আমরা আগামীকাল ১২ টা পর্যন্ত সময় বেধে দিয়েছি। এর ভেতর দাবি মেনে না নিলে আগামীকাল ১২ টায় শাহাবাগ ব্লকেড কর্মসূচী পালন হবে। আমরা প্রশাসনকে, পুলিশ বাহিনীকে বলেছি যদি আমাদের বাধা দেওয়া হয় আমরা কিন্তু আজকের মতো পুলিশকে সহযোগিতা করতে পারবো না। আগামীকাল যেখানেই বাধা হবে সেখানেই প্রতিরোধ হবে।

তিনি আরও বলেন, আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। কারণ, সহযোগিতার একটা সীমাবদ্ধতা থাকে। সহযোগীতা করতে করতে আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। আমাদের শিক্ষকরা এখন বিদ্রোহী হয়ে উঠবে। হয়তো এটি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।