১৪ অক্টোবর ২০২৫, ১১:৪৯

শহীদ মিনারে বাড়ছে শিক্ষকদের উপস্থিতি, প্রস্তুতি লং মার্চের

শহীদ মিনারে শিক্ষকদের অবস্থান  © টিডিসি ফটো

২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দাবিতে শহীদ মিনারে বাড়ছে শিক্ষকদের উপস্থিতি। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শহীদ মিনারে এসে জড়ো হচ্ছেন তারা। নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায় না হলে আজ দুপুরে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করবেন তারা।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টরা সভায় বসেছেন। এতে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা সোমবার রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ করছি। অনেক হিসেবও করা হচ্ছে। আশা করছি, দ্রুত শিক্ষকদের সুখবর দেওয়া সম্ভব হবে।’

অর্থ উপদেষ্টা এবং সচিব দেশে নেই। এ অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে এ কর্মকর্তা আরও বলেন, ‘শিক্ষা উপদেষ্টা নিয়মিত অর্থ উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন। ফলে তারা দেশে না থাকলেও সিদ্ধান্ত নিতে সমস্যা হবে না। শিক্ষকরা হয়তো মঙ্গলবার (১৪ অক্টোবর) সুখবর পাবেন।’

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মঙ্গলবার অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘আন্দোলন বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। দুই মন্ত্রণালয় আজ মিটিংয়ে বসছে। অথচ বলেছিলেন, অর্থ উপদেষ্টা ও সচিব দেশে না ফিরলে ব্যবস্থা নেওয়া যাবে না।’

এখন অর্থ উপদেষ্টা ও সচিব না থাকলেও সমস্যা নেই জানিয়েছেন তারা, এমন মন্তব্য করে দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘ঠেলার নাম বাবাজী। গতকাল থেকে সারা দেশের প্রত্যেকটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোরভাবে কর্মবিরতি পালন করেছি। সব প্রতিষ্ঠান অচল ও স্থবির হয়ে পড়েছে। আমাদের কোনও শিক্ষক-কর্মচারী শ্রেণি-পাঠ্যক্রমে অংশগ্রহণ করবে না।’