শিক্ষকদের জন্য ২০% বাড়ি ভাড়াও চাওয়া লাগে ইন্টেরিম গভর্নমেন্টের কাছে: সামান্তা শারমিন
অন্তর্বর্তীকালীন সরকারের দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে কতটুকু আন্তরিক তা শিক্ষকদের জন্য ২০ শতাংশ বাড়ি ভাড়া চাওয়া নিয়ে বুঝা যায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন।
বাড়ি ভাড়া ২০ শতাংশ হারে বৃদ্ধিসহ তিন দাবিতে আজ রবিবার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
সামান্তা শারমিন বলেন, আমাদের প্রিয় শিক্ষকদের ট্রেনিং থেকে শুরু করে বেতান-ভাতা ব্যাপারে চরম উদাসীনতা প্রকাশ করা গেছে। তাদের ২০ শতাংশ বাড়ি ভাড়া দিতে হবে। এটাও যদি ইন্টেরিম গভর্নমেন্টের কাছে চাওয়া লাগে তাহলে তাদের অবস্থান দেখে আমরা পরিষ্কার যে দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আন্তরিকতা কতটুকু।
তিনি বলেন, শিক্ষকদের যে বেতন-ভাতা অফার করছে তা কোনোভাবেই একটি স্বাভাবিক নিম্নবিত্ত পরিবারও চলতে পারে না। উদ্দেশ্যমূলকভাবে সরকার শিক্ষকদের নিম্নবিত্ত পর্যায়ে রাখতে চায়। তারা চায় শিক্ষক হিসেবে নিরানন্দ নিয়ে ক্লাসরুমে পাড়াতে না পারে।
তিনি আরও বলেন, শিক্ষা উপদেষ্টা নিয়োগের পরে আমরা মনে করেছিলাম, তিনি যেহেতু নিজেই শিক্ষক তাহলে শিক্ষকদের মর্যাদা বুঝবেন। কিন্তু তিনি কাউকে সময় দিতে চান না। গণঅভ্যুত্থানের পর গঠিত হওয়া সরকারের উপদেষ্টাদের উচিত ছিল সকালের জন্য এভেইলেবল থাকা। কিন্তু আমরা সেটা দেখিনি। তারা নিজেদেরকে খুব বড় কিছু মনে করেন।