দুই দাবিতে ঢাকায় মহাসমাবেশ করবেন ১৮তম নিবন্ধনধারীরা
দুই দাবিতে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা চূড়ান্তভাবে উত্তীর্ণরা। আগামীকাল রবিবার (১২ অক্টোবর) রাজধানীর শাহবাগে এ সমাবেশের ঘোষণা দেন তারা। শনিবার (১১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাননি ১৬ হাজার ২১৩ জন। এই প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করতে হবে। দাবি আদায়ে আগামীকাল সকাল ১০টায় শাহবাগে মহাসমাবেশ পালন করবেন সুপারিশবঞ্চিতরা।
সংবাদ বিজ্ঞপ্তিতে তারা দুই দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত ১৬ হাজার ২১৩ জনকে নিয়োগ দিতে হবে এবং নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্য পদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে নিয়োগ দিতে হবে।