সমাবেশে ক্লান্ত শিক্ষকরা, পাটিতে শুয়েই নিচ্ছেন বিশ্রাম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবি আদায়ে ডাকা সমাবেশে এসে অনেকেই ক্লান্ত হয়ে পড়েছেন। এ অবস্থায় সমাবেশস্থলেই পাটি পলিথিন বিছিয়ে বিশ্রাম নিচ্ছেন অনেকে।
শনিবার (৩০ আগস্ট) সরেজমিনে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, মূল শহীদ মিনারে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতারা অবস্থান করছেন। অনেকে বক্তব্য দেওয়ার জন্য ডায়াসের পাশে অবস্থান নিয়েছেন। এর ঠিক সামনেই ক্লান্ত শিক্ষকদের অনেকেই পাটি ও পলিথিন বিছিয়ে শুয়ে-বসে আছেন।
নড়াইল থেকে আসা শিক্ষক মো. কোরবান আলী দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গতকাল রাতে রওনা দিয়েছিলাম। শরীর ক্লান্ত হওয়ায় বসে বিশ্রাম নিচ্ছি। নেতারা ঘোষণা না দেওয়া পর্যন্ত এখানেই অবস্থান করব।’
এর আগে শনিবার ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন প্রাথমিকের শিক্ষকরা। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষকদের উপস্থিতিও বাড়তে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সমাবেশস্থল। শহীদ মিনারে জায়গা না পেয়ে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনের ফুটপাতে অবস্থান নিয়েছেন।
সমাবেশে শিক্ষকরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন। যার মধ্যে রয়েছে- বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ, শতভাগ পদোন্নতি এবং উন্নীত ও উচ্চতর স্কেল পৃথকীকরণ।