০২ জুলাই ২০২৫, ১৬:৩৭

মন্ত্রণালয়ের আশ্বাসে এমপিওভুক্ত শিক্ষকদের সর্বজনীন বদলির আন্দোলন স্থগিত

প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা  © টিডিসি ফটো

শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব এ কে এম তাজকির-উজ-জামানের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছেন সর্বজনীন বদলির দাবিতে আন্দোলনরত এনটিআরসিএ নিবন্ধিত সনদধারী শিক্ষকরা। বুধবার (২ জুলাই) বিকেল ৪টায় কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন এনটিআরসিএ নিবন্ধিত সনদধারী শিক্ষকদের সর্বজনীন বদলিপ্রত্যাশীদের অন্যতম সমন্বয়ক মো. রবিউল ইসলাম। তিনি বলেন, ‘আমরা উপদেষ্টার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। তবে তিনি ছিলেন না। পরে উপদেষ্টার একান্ত সচিবের সঙ্গে দেখা করে কথা বলি। তিনি আমাদের দাবির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। আমরা আপাতত আমাদের কর্মসূচি স্থগিত ঘোষণা করেছি। দাবি আদায় না হলে আবারও কর্মসূচি ঘোষণা করা হবে।’

এর আগে মঙ্গলবার সকাল থেকে এনটিআরসিএ নিবন্ধিত সনদধারী শিক্ষকদের সর্বজনীন বদলির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষকরা।

শিক্ষকরা বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনলাইনে সর্বজনীন বদলি প্রক্রিয়া চালুর দাবি জানিয়ে আসলেও এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর ফলে একজন শিক্ষক যেখানে ইচ্ছা বা প্রয়োজন, সেখানে বদলির সুযোগ পাচ্ছেন না। এতে করে যেমন শিক্ষকদের পারিবারিক ও ব্যক্তিগত জীবনে চাপ সৃষ্টি হচ্ছে, তেমনি অনেক নারী শিক্ষকের সংসার ভেঙে যাচ্ছে।

আন্দোলনকারী শিক্ষকরা আরও জানান, ‘সবার জন্য সমান সুযোগ’ নিশ্চিত করতে অবিলম্বে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক সর্বজনীন বদলি নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন করতে হবে। শিক্ষকদের প্রতি অবহেলার প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।