যে কারণে আন্দোলন স্থগিত করলেন এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্তরা
শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারির দাবিতে ডাকা লাগাতার কর্মসূচি স্থগিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগ পাওয়া ইনডেক্সধারী শিক্ষকরা। শিক্ষা উপদেষ্টার আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনরতরা।
সঙ্গলবার (১৮ ডিসেম্বর) বিকেলে আন্দোলন স্থগিত ঘোষণা করেন এনটিআরসিএ’র সুপারিশপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মো. সরোয়ার।
তিনি জানান, ‘বেলা ১১টার পর শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমিসহ সাতজনের একটি প্রতিনিধি দল দেখা করি। তিনি (শিক্ষা উপদেষ্টা) আমাদের আশ্বাস দিয়েছেন, যে কোনো মুহূর্তে প্রজ্ঞাপন জারি হবে। শিক্ষা উপদেষ্টা আমাদের আন্দোলন স্থগিত করার অনুরোধ করেছেন। প্রতি সম্মান দেখিয়ে আন্দোলন স্থগিত করা হয়েছে।’
প্রভাষক মো. সরোয়ার আরও বলেন, ‘শিক্ষা উপদেষ্টা আমাদের জানিয়েছেন, প্রজ্ঞাপন প্রস্তুত রয়েছে। যে কোনো মুহূর্তে এটি জারি হবে। আমরা ১০ কার্য দিবসের মধ্যে বদলির প্রজ্ঞাপন জারির আল্টিমেটাম দিয়েছি। এই সময়সীমার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে জানুয়ারি মাস থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষকরা।’
এর আগে বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন শিক্ষকরা। কর্মসূচি শুরুর পর শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ করতে চাইলেও পুলিশি বাধায় তা করতে পারেননি তারা। পরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।