নোবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন

নোবিপ্রবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের বিজয়

ড.গাজী মহসীন সভাপতি, সম্পাদক মু. নাসির উদ্দিন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শিক্ষক সমিতির ২০১৯ সালের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামীপন্থী নীল দলের প্রার্থীরা। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন কৃষি বিভাগের অধ্যাপক  ড.গাজী মহসীন ও সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. নাসির উদ্দিন । বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। 

বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কৃষি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুর রহমান ভূঞা। এ সময় উপস্থিত ছিলেন উপ-কমিশনার ফিশারিজ এন্ড মেরিন সাইন্স বিভাগের অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বঙ্গবন্ধুর আদর্শ, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক প্যানেল নীল দল (আওয়ামীপন্থী) এবং মহান মুক্তিযুদ্ধ, বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক প্যানেল সাদা দল(বিএনপিপন্থী)।

বিএনপিপন্থী সাদা দল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ফিশারীজ এন্ড মেরিন সাইন্স বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার এবং সাধারণ সম্পাদক পদে ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম  ।

নির্বাচনে ১১টি পদের সবকটিতেই জয়ী হয়েছে নীল দল। সভাপতি পদে সর্বোচ্চ ১৯৪ ভোট পান অধ্যাপক ড. গাজী মো. মহসীন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিশারিজ এ্যান্ড মেরিন সায়েন্স   বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার পান ২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. নাসির উদ্দিন পান ১৯০ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম পান ৩০ ভোট। সহ-সভাপতি পদে সিএসটিই বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদ আক্তার পান ১৭৭ ভোট, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফলিত গণিত বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ হানিফ পান ৩৪ ভোট।

সদস্য পদে বিজয়ীরা হলেন- বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড.ধীরেন্দ্র নাথ বর্মণ (প্রাপ্ত ভোট ১৯৪), ফিমস বিভাগের প্রভাষক জনাব শুভ ভৌমিক (প্রাপ্ত ভোট ১৯৬), এসিসিই বিভাগের প্রভাষক জনাব সঞ্জিতা দেওয়ানজী (প্রাপ্ত ভোট ১৭২), ফার্মেসি বিভাগের মো. সালাউদ্দিন মিল্লাত (প্রাপ্ত ভোট ১৯৪)। সদস্য পদে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফলিত গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ নিজাম উদ্দিন পান ৪৩।

এছাড়াও কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বাকি চারটি পদের পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক মোঃ নুরুজ্জামান ভূঁইয়া (আই আই টি ইন্সটিটিউট ), কোষাধ্যক্ষ পদে প্রভাষক ইকবাল হোসেন (অর্থনীতি বিভাগ), প্রচার সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলাম (কৃষি বিভাগ) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে প্রভাষক মো. ওয়ালিউর রহমান আকন্দ বিপুল (শিক্ষা বিভাগ)।

এদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকরা। বিকালে বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণার পর এ মিছিল করে তারা।


সর্বশেষ সংবাদ