শূন্য পদে বদলির দাবিতে চলা অনশনে এসে অসুস্থ শিক্ষক
শূন্য পদের বিপরীতে এনটিআরসিএ’র সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির দাবিতে রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান ও অনশন কর্মসূচি করছেন ইনডেক্সধারী শিক্ষকরা। এই কর্মসূচিতে এক শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় মো. শরিফুল ইসলাম নামে ওই শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। শরিফুল ঠাকুরগাঁও থেকে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন ইনডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মো. সরোয়ার। তিনি বলেন, দিনভর রোদ-বৃষ্টিতে ভিজে আমাদের এক সহযোদ্ধা অসুস্থ হয়ে পড়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষা মন্ত্রণালয়ে গিয়েছিলাম। কর্মকর্তারা আমাদের ১৩ অক্টোবর পর্যন্ত ধৈর্য ধারণ করতে বলেছেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং কর্মকর্তাদের আশ্বাসের প্রেক্ষিতে আমাদের কর্মসূচি ১৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর মধ্যে দাবি আদায় না হলে আগামী ১৪ অক্টোবর থেকে আবারও কর্মসূচি পালন করা হবে।’