০৫ অক্টোবর ২০২৪, ১৯:০৬

কিন্ডারগার্টেন নিবন্ধন বিধিমালা বাতিলের দাবি

কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন  © সংগৃহীত

কিন্ডারগার্টেন নিবন্ধন বিধিমালা বাতিল করে পুনরায় প্রজ্ঞাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। শনিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে র‌্যালি ও আলোচনা সভায় এ দাবি জানান সংগঠনটির নেতাকর্মীরা।

শিক্ষকরা বলেন, কিন্ডারগার্টেন নিবন্ধন বিধিমালা প্রণয়নের জন্য নিবন্ধন গেজেট-২০২৩ রহিতকরণ ও বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক সমিতি কর্তৃক বৈষম্যময় শিশু শিক্ষা সংস্কারের অংশ হিসেবে কিন্ডারগার্টেন স্কুলের নিবন্ধনের কিছু কিছু সাংঘর্ষিক বিষয় বাদ দিয়ে সহনীয় বিধিমালা পুনরায় প্রজ্ঞাপনের দাবি জানান তারা। 

তারা জানান, নিজেদের টাকায় শিক্ষা উদ্যোক্তা হয়ে সরকারকে যেভাবে নিঃস্বার্থভাবে শিশু শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা করছি, রাষ্ট্রের উচিত আমাদের দাবি মেনে নেয়া, পাশাপাশি সম্মান দেখানো ও সহযোগীতা করা।