‘জাতীয় ঐক্যের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে’
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিএনপি-জামাতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, জিয়া পরিবারের উপর নির্যাতন বন্ধ ও সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা না করলে জাতীয় ঐক্যের মাধ্যমে এদেশে অচিরেই গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জিয়া পরিবারের উপর নিপীড়ন, নির্যাতন ও ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাবি অপরাজেয় বাংলা পাদদেশে আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।
সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক লুৎফুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক সদরুল আমীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, ফিনান্স বিভাগের জাহাঙ্গীর আলম চৌধুরী, মার্কেটিং বিভাগের এভিএম শহীদুল ইসলাম চারুকলা অনুষদের সাদা দলের আহ্বায়ক ইসরাফিল রতন,অধ্যাপক ড. আব্দুর রশিদসহ বিএনপি-জামাতপন্থী ৪০ জন শিক্ষক।
অধ্যাপক ওবায়দুল ইসলাম খান আরো বলেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। সরকারের ভয় এখন তারেক রহমান ও তার জনপ্রিয়তা ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাইদুল ইসলামকে রিমান্ডে নিয়ে নির্যাতন ও ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে তিনি বলেন, জনগণকে দমানোর জন্য সর্বশেষ ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ নামে ডিজিটাল দমন আইন পাস করে বর্তমান সরকার দমন নীতির শেষ পেরেকটিও মেরে দিয়েছে।
এসময় তিনি বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে প্রহসন ও ষড়যন্ত্র বন্ধ করা, বিরোধী নেতাকর্মীদের উপর হামলা মামলা প্রত্যাহার করে মুক্তি দান ও সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করার দাবি জানান। অন্যথায় জাতীয় ঐক্যের মাধ্যমে এ দেশে অচিরেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাদা দলের যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান বলেন, জিয়া পরিবারের অবদান বাংলাদেশ থেকে কখনও মুছে দেয়া যাবে না। তাদের উপর সরকারের এ অন্যায় মেনে নেয়া যায় না। আমরা আশাকরি বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়া হবে ও হাইকোর্টে তারেক রহমান নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পাবেন।
কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সদরুল আমীন বলেন, আমরা সবসময় এ দেশকে নিয়ে গর্ব করতে চাই। কিন্তু আজকে এদেশে গণতন্ত্র নাই, বিচার নাই। আমরা এদেশে কোন ধরণের ভায়োলেন্স চাই না। জিয়া পরিবারের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি এবং একজন সচেতন শিক্ষক হিসেবে আশা করি এদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং শান্তি ফিরে আসবে।