২২ অক্টোবর ২০২৩, ১৫:৫২

আওয়ামী লীগের উপ-কমিটিতে দুই ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের ৬ অধ্যাপক

অধ্যাপক ড. সেলিনা আখতার ও অধ্যাপক ড. এম কামরুজ্জামান লাভলু  © ফাইল ছবি

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল শনিবার (২১ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এই কমিটির অনুমোদন দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ উপ-কমিটির চেয়ারম্যান করা হয়েছে একেএম রহমত উল্লাহ এমপিকে। কো-চেয়ারম্যান হয়েছেন চৌধুরা খালেকুজ্জামান। সদস্যসচিব করা হয়েছে আমিনুল ইসলাম আমিনকে। তিনি আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক।

উপ-কমিটিতে ১৬০ জন সদস্য রাখা হয়েছে। এরমধ্যে দুই ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের ৬ অধ্যাপকের জায়গা হয়েছে। তবে এই উপ-কমিটিতে জায়গা পওয়া অধিকাংশই ছাত্রলীগের সাবেক নেতা।

উপ-কমিটিতে জায়গা পেয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সেলিনা আখতার ও দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এম কামরুজ্জামান লাভলু।

তাছাড়া আরও জায়গা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আতাউর রহমান ও অধ্যাপক ড. সুবোধ দেবনাধ, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর হাসান টিটু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেবুন্নেছা।