রাবি প্রগতিশীল শিক্ষক সমাজের আহবায়ক মুজিবুর
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৯ আগস্ট ২০১৮, ০৬:০৯ PM , আপডেট: ০৯ আগস্ট ২০১৮, ০৭:০৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের স্টিয়ারিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম মজিবুর রহমান আহ্বায়ক হিসেবে ২২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড মো. সুলতান-উল-ইসলাম টিপু ১৭৯ ভোট এবং প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ড মো. হাবিবুর রহমান ১৬০ ভোট পেয়েছেন। বৃহষ্পতিবার বিকেলে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সদ্য বিদায়ী আহ্বায়ক অধ্যাপক ড. জুলফিকার আলী।
এর আগে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের দক্ষিণ লাউঞ্জে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ৬৬৪ জন শিক্ষক ভোটাধিকার প্রয়োগ করেন। এতে একটি আহ্বায়ক পদে ও ২০ টি সদস্য পদে ভোটগ্রহণ করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত সদস্য পদের ফলাফল ঘোষণা করা হয়নি।