১৫ অক্টোবর ২০২৩, ০৮:৪৬

শিক্ষামন্ত্রীর আশ্বাসে শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি প্রত্যাহার

শিক্ষামন্ত্রীর আশ্বাসে শিক্ষা ক্যাডারদের কর্মবিরতি প্রত্যাহার  © সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকের পর বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছেন। শনিবার (১৪) রাতে শিক্ষামন্ত্রীর সঙ্গে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতাদের বৈঠকের পর সমতির সভাপতি সাহেদুল খবির চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান। রাজধানীর হেয়ার রোডে রাতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিসিএস সাধারণ সমিতির সভাপতি অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘বৈঠকে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আমাদের দাবিগুলো বাস্তবায়নযোগ্য। তবে একটু সময় লাগবে। সামনে জাতীয় নির্বাচন, নির্বাচনের আগে হয়তো সব বাস্তবায়ন করা সম্ভব হবে না। আশা করছি, আমাদের দাবিগুলো পূরণ হবে। আজকের সব বিষয় আমরা সাংগঠনিকভাবে আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবো।’

ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘শিক্ষকরা আমাকে আশ্বাস দিয়েছেন, আমি বিশ্বাস করি তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করবেন। তারা সাংগাঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে জানাবেন। আমরা শিক্ষকদের দাবি পূরণে সব সময়ই সচেষ্ট।’

আরও পড়ুন: শিক্ষা ক্যাডারদের কর্মবিরতির ঘোষণা

শিক্ষকদের দাবি পূরণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সব সমস্যার সমাধান এক দিনে করা সম্ভব নয়। শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করা হবে। আমি আশা করি পদোন্নতি নির্বাচনের আগেই সম্ভব। শিক্ষকের পদ আরও সৃজন করতে হবে।’

শিক্ষা ক্যাডার কর্মকর্তারা জানান, ক্যাডার বৈষম্য নিরসন, পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে গত ১০, ১১ ও ১২ অক্টোবর তিন দিনের কর্মবিরতি কর্মসূচি পালন করেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা। বৈঠকের পর আগামী ১৭ ও ১৯ অক্টোবর দুই দিনের কর্মবিরতি ঘোষণা করা হয়।

এর আগে, শিক্ষকরা তিন দিন কর্মবিরতি পালনের ১৭ ও ১৯ অক্টোবর ফের কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন। কর্মসূচির দিন কলেজ ক্লাস, পরীক্ষা ও সব ধরনের প্রশাসনিক কাজ বন্ধ থাকবে বলে জানিয়েছিলেন তারা।