আমরণ অনশনে অসুস্থের সংখ্যা দু’শ ছুঁই ছুঁই
রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিভুক্তির দাবিতে নবম দিনের মতো আমরণ অনশন কর্মসূচি চলছে। তাদের এ আন্দোলনে সোমবার রাত ১২টা পর্যন্ত ১৮২ শিক্ষক-কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে ২৫ জুন থেকে জাতীয় প্রেসক্লাবের বিপরীত পার্শ্বে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্চারীরা।
মঙ্গলবার সকালে দেখা গেছে, অনশনে অংশ নেয়ারা কেউ বসে, কেউ শুয়ে পড়েছেন। অর্ধশতাধিক শিক্ষক-কর্মচারী অনশনের কারণে দুর্বল হয়ে পড়ায় স্যালাইন লাগানো হয়েছে।
নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদু্ন্নবী ডলার জানান, আমরণ অনশনেরনবম দিন চলছে আজ। নিজেই গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম। সেখান থেকে আজ ফিরেছি। ১৮২ জন অসুস্থ হয়েছে গতকাল রাত পর্যন্ত। তাদের কাউকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্যালাইন লাগানো হয়েছে।
আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন শিক্ষকতা করে বেতন-ভাতা না পেয়ে আমরা বার বার রাজপথে নেমে আন্দোলন করে যাচ্ছি। আমাদের শুধু আশ্বাস দিয়ে বাড়ি ফেরানো হয়েছে। বেতন-ভাতা না পেয়ে আমরা মানবেতর জীবনযাপন করছি। দাবি আদায় ছাড়া রাজপথ পথ ছাড়ব না।
গত ১০ জুন থেকে তারা জাতীয় প্রেসক্লাবের বিপরীত পাশের রাস্তার ওপর অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষক-কর্মচারীরা। টানা আন্দোলনের পরও সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পেয়ে গতকাল ২৫ জুন থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন তারা।