নতুন নেতৃত্ব পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দল
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ১০:৫৩ PM , আপডেট: ০৪ এপ্রিল ২০২৩, ১০:৫৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। আর যুগ্ম-আহ্বায়ক হিসেবে অধ্যাপক মো. আমজাদ আলী ও অধ্যাপক রফিকুল ইসলাম মনোনীত হয়েছেন।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের মিলনায়তনে এক সভায় নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব হস্তান্তর করা হয়। নতুন এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।
অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এর আগে ফার্মেসি অনুষদের নীল দলের আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ফার্মেসি অনুষদের নির্বাচিত ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।
ঢাবির সাবেক প্রক্টর ও নীল দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আমজাদ আলী এর আগে কলা অনুষদের নীল দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। আরেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম সামাজিক বিজ্ঞান অনুষদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগে সদ্য সাবেক আহ্বায়ক কমিটির আহ্বায়ক হিসেবে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, যুগ্ম আহ্বায়ক হিসেবে অধ্যাপক ড. মো. আকরাম হোসেন ও অধ্যাপক ড. মো. আবদুর রহিম দায়িত্ব পালন করেছেন।