স্বাশিপের জাতীয় বর্ধিত সভায়
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আগামী বাজেটে অর্থ বরাদ্দের দাবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ০৭:২৫ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২২, ০৭:২৫ PM
‘শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ আমাদের লক্ষ্য, স্মার্ট বাংলাদেশ আমাদের স্বপ্ন’ স্লোগানে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) জাতীয় বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সেগুনবাগিচা হাইস্কুল মিলনায়তনে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর আবদুল মান্নান চৌধুরী।
সভায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অবিলম্বে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের জন্য আসন্ন বাজেটে অর্থ বরাদ্দের দাবি জানানো হয়। উক্ত দাবি পূরণের লক্ষ্যে আগামী ৬ মার্চ ২০২৩ ইং স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীতে ব্যাপক আয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শিক্ষক সমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
অপর এক প্রস্তাবে অবহেলিত শিক্ষক সমাজের পক্ষে সংসদে কথা বলার জন্য জাতীয় সংসদে ব্রাহ্মণ্বাড়িয়া,- ২ (সরাইল- আশুগঞ্জ) নির্বাচনী এলাকার আসন্ন উপ-নির্বাচনে সাবেক কারানির্যাতিত ছাত্রনেতা, স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু'কে মনোনয়ন দেওয়ার জন্য আওয়ামী লীগ সভাপতি ও পার্লামেন্টরি বোর্ডের নিকট জোর দাবি জানানো হয়।
আরও পড়ুন: আধুনিকতার ছোঁয়া রাবি মিলনায়তনে, ব্যয় ১৬ কোটি টাকা
এ সময় অধ্যক্ষ শাহজাহান আলম সাজুকে উপনির্বাচনে মনোনয়ন নিশ্চিত হলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন সহ সকল উপনির্বাচন সহ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকল শিক্ষক সমাজ ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ।
এছাড়াও সভায় একটি মহলের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য শিক্ষকদের প্রতি আহবান জানানো হয় এবং সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রখতে সকলের প্রতি আহবান জানানো হয়।
উল্লেখ্য, সভায় আরও বক্তব্য রাখেন প্রফেসর সাজিদুল ইসলাম,প্রফেসর মুনিরুজ্জামান, অধ্যক্ষ এস এম একরামুল হক,সাইদুর রহমান রহমান পান্না, মিসেস মেহেরুন্নেছা, অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম,দেলোয়ার হোসেন,অধ্যক্ষ মোকসেদুর রহমান,মিসেস আকলিমা জাহান,নাসরিন সুলতানা,অধ্যক্ষ সুমনা ইয়াসমিন,আফতাব উদ্দিন,মোজাম্মেল হক,অধ্যক্ষ তেলোয়াত হোসেন খান,ওবায়দুল্লাহ প্রমুখ।