জাতীয় যুব দিবস আজ, পুরস্কার পাচ্ছেন সফল ২৭ আত্মকর্মী
জাতীয় যুবদিবস আজ। দিবসটি উপলক্ষে কর্মসূচি গ্রহণ করেছে বিভিন্ন সংগঠন। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।’ এবার জাতীয় যুব দিবসে ২৭ জন সফল আত্মকর্মী ও সংগঠককে পুরস্কার দেবে সরকার। জাতীয় যুব দিবসে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এদের হাতে পুরস্কার তুলে দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
জাতীয় যুব দিবস উপলক্ষে আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ প্রধান অতিথি হিসাবে বঙ্গভবন থেকে ভার্চুয়ালী সংযুক্ত হয়ে জাতীয় যুব দিবস এর শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তার বাণীতে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নপূরণে দেশপ্রেম, কর্মে একাগ্রতা, সাহস ও সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, বাংলাদেশের সকল আন্দোলন-সংগ্রাম ও অগ্রগতির পথে এ দেশের যুব সমাজের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। মহান ভাষা আন্দোলন হতে স্বাধীনতা সংগ্রামসহ এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবরা যেমন জীবন উৎসর্গ করতে কার্পণ্য করেনি, তেমনি অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও তারা নিরলসভাবে ব্যাপৃত।
অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবাসটি উপলক্ষে বাণীতে বলেছেন, বিশ্বব্যাপী ‘কোভিড-১৯’ মহামারির সময়েও আমাদের যুবসমাজের কর্মস্পৃহা আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রাকে সচল রেখেছে।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, সমস্ত প্রতিকূলতাকে জয় করে আমাদের যুবসমাজ আমাদের সরকারের গৃহীত রূপকল্প-২০৪১ বাস্তবায়নের ক্ষেত্রে অংশীদারিত্ব সৃষ্টির মাধ্যমে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল দেশ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখবে।’
রবিবার (৩১ অক্টোবর) সংবাদ সম্মেলনে জাতীয় যুব দিবসের কর্মসূচি জানাতে এসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জাতীয় যুব পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেন।
আত্মকর্মী (সারা দেশ) শ্রেণিতে ৩ জন, বিভাগীয় কোটায় প্রতি বিভাগে ২ জন করে আট বিভাগের ১৬ জন, নারী কোটায় এই পুরুষ্কার পাচ্ছেন ১ জন, বিশেষ চাহিদা সম্পন্ন (অটিস্টিক) কোটায় ১ জন এবং ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী কোটায় ১ জন আত্মকর্মীকে পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া যুব সংগঠক কোটায় পাঁচজন পাবেন এই পুরস্কার।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আত্মকর্মী (সারা দেশ) শ্রেণিতে কিশোরগঞ্জের রিমা আক্তার প্রথম, বান্দরবানের অংশে থোয়াই মার্মা দ্বিতীয় ও নওগাঁর মো. সোহেল রানা তৃতীয় পুরস্কার পাচ্ছেন।
আত্মকর্মী (বিভাগীয় কোটা) শ্রেণিতে ঢাকা বিভাগে গোপালগঞ্জের স্বপন মজুমদার ও গাজীপুরের মনোয়ারা আক্তার, চট্টগ্রাম বিভাগের লক্ষ্মীপুরের আইরিন সুলতানা ও নোয়াখালীর মো. মিজানুর রহমান, রাজশাহী বিভাগের রাজশাহী জেলার মো. আব্দুর রহিম ও বগুড়ার মোছা. পারুল আক্তার, খুলনা বিভাগের মাগুরার অনুদেব দাস ও বাগেরহাটের মোছা. জিলুফার ইয়াসমিন জলি, সিলেট বিভাগের সিলেট জেলার মো. আমজাদ হোসেন চৌধুরী ও হবিগঞ্জের মো. ইয়াকুত মিয়া, বরিশাল বিভাগের বরগুনার মো. লুৎফুর রহমান ও ঝালকাঠির সৈয়দ এনামুল হক, রংপুর বিভাগের রংপুরের শৈবাল রহমান গিনি ও গাইবান্ধার মোছা. নুসরাত জাহান সখী এবং ময়মনসিংহ বিভাগের শেরপুরের ইসরাত রেহানা ও জামালপুরের মো. খোরশেদ আলম জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন।
চট্টগ্রামের নারী কোটায় আত্মকর্মী পুরস্কার পাচ্ছেন হাসিনা আক্তার চৌধুরী এবং অটিস্টিক কোটায় আত্মকর্মী পুরস্কার পাবেন টাঙ্গাইলের মো. দেলোয়ার হোসেন। বান্দরবানের চিং পাইয়ি মার্মা ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর কোটায় এবারে যুুব পুরস্কার পাচ্ছেন।
এ ছাড়া যুব সংগঠক (পুরুষ) শ্রেণিকে মাগুরার মো. বাবুল আক্তার ও গাজীপুরের মো. সোহেল রানা পাচ্ছেন পুরস্কার। যুব সংগঠক (নারী) শ্রেণিতে পুরস্কার পাচ্ছেন মুন্সিগঞ্জের নার্গিস আক্তার ও নরসিংদীর আফরোজা সুলতানা। এ ছাড়া পিরোজপুরের মো. নিয়াজ ফেরদৌস বিশেষ চাহিদা সম্পন্ন কোটায় যুব সংগঠক হিসেবে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।