গেইমিং পিসি দিয়ে দুই সহোদরের মাসিক আয় ২৫ লাখ টাকা

ইশান ও আনিয়া
ইশান ও আনিয়া   © ফাইল ফটো

ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান দুই সহোদর ইশান ঠাকুর এবং আনিয়া ঠাকুর, যাদের বয়স যথাক্রমে ১৪ এবং ৯। এ বয়সেই দুজনের আয় ৩০ হাজার ইউএস ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা। 

কিভাবে তারা এ টাকা আয় করছে? আপনি জানলে অবাক হবেন যে, শুধু ইউটিউবে ভিডিও দেখে নিজেদের গেমস খেলার পিসিকে কাজে লাগিয়ে বিলেয়োনিয়ার হওয়ার পথে ইশান এবং আনিয়া।

ইউটিউবে বিটকয়েন, বিশেষ করে ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভিডিও দেখে এ সম্পর্কে আগ্রহ বাড়ে তাদের। ইউটিউবসহ নানা সাইটে গিয়ে তারা এ নিয়ে ব্যাপক পড়াশোনা করে এবং ক্রিপ্টো কারেন্সিতে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন: বিট কয়েন কি? 

কিন্তু বিনিয়োগের টাকা পাবে কোথায় তারা? প্রথমে তারা তাদের বাবা মনোজ ঠাকুরের ব্যাংক লোনের টাকা নিজেদের বিনিয়োগে কাজে লাগায়। প্রথমে তাদের মাসিক আয় ৩ ইউএস ডলার হলেও  বর্তমান আয় ৩০,০০০ ইউএস ডলার। তারা দুজনে ‘ফ্লিফার টেকনোলজিস’ নামে এ সম্পর্কিত একটি প্রতিষ্ঠানও গড়ে তোলে।

জানা যায়, ক্রিপ্টোকারেন্সি থেকে আয় করা অর্থ এখন খরচ না করে জমিয়ে রাখবে তারা  এবং ভবিষ্যতে সেটা নিজেদের উচ্চশিক্ষার পেছনে খরচ করবে ইশান এবং আনিয়া। 


সর্বশেষ সংবাদ