আমেরিকার ওয়েইন বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা স্বীকৃতি পেলেন খায়রুল
গবেষণায় অসামন্য অবদানের জন্য যুক্তরাষ্ট্রের ওয়েইন বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতি পেয়েছেন সাবেক বাংলাদেশী সাংবাদিক খায়রুল ইসলাম। গতকাল বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মমাধ্য নিজেই বিষয়টি জানিয়েছেন।
ফেসবুকের ওই স্ট্যাটাসে খায়রুল ইসলাম লিখেছেন, ‘‘খুশির খবর, বন্ধুরা! আমাদের বিভাগ আমাকে ২০২১ সালে গবেষণায় অসামান্য অবদানের জন্য পুরস্কারের দিচ্ছে !! এই অবিশ্বাস্য স্বীকৃতির জন্য আমি খুবই সম্মানিত এবং রোমাঞ্চিত! এটা সত্যিই আমার জন্য একটি উৎপাদনক্ষম বছর ছিল।’’
তিনি জানান, ‘‘১০ টিরও বেশি জাতীয় এবং আন্তর্জাতিক সম্মেলন উপস্থাপনা, শীর্ষ স্তরের জার্নালে ৩ টি প্রকাশনা এবং উইলি-ব্ল্যাকওয়েল থেকে প্রকাশিত একটি বইয়ের অধ্যায়। এই যাত্রায় আমাকে সমর্থন করার জন্য সবাইকে এবং আমার দুর্দান্ত বিভাগকে ধন্যবাদ! আমি সত্যিই এখানে কিছু মহান মানুষের সান্নিধ্য পেয়ে ধন্য। আমি সহযোগী অনেক গবেষণা করি। আমি আমার দলের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞ।’’
প্রসঙ্গত, ২০১৫ সালে যুক্তরাষ্ট্র যান খায়রুল ইসলাম। এর আগে তিনি ফিনান্সিয়াল এক্সপ্রেসের ঢাবি প্রতিনিধি ও স্টাফ রিপোর্টার হিসেবে প্রায় পাঁচ বছর কাজ করেন। তিনি ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের আরকানসাস স্টেট ইউনিভার্সিটি থেকে গণযোগাযোগ বিষয়ে মাস্টার অব সাইন্স (এমএস) ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালে অ্যাডজানক্ট ইনস্ট্রাকটর হিসেবে যোগদান করেন।