নারীদের ম্যাথ অলিম্পিয়াডে চমক দেখালো বাংলাদেশের শিক্ষার্থীরা

বাংলাদেশ দলের সদস্যরা
বাংলাদেশ দলের সদস্যরা  © ফাইল ফটো

মেয়েদের সর্ববৃহৎ গণিত অলিম্পিয়াডে রৌপ্য ও ব্রোঞ্জ পদ পেয়েছে বাংলাদেশের মেয়েরা। শুধু তাই নয়, দলগত স্কোরে পেছানে ফেলেছে ভারত, নেদারল্যান্ডের মতো দেশকেও পেছানে ফেলেছেন তারা। গত ১১ ও এপ্রিল এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। করোনার কারণে এ বছর অনলাইনে এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান গার্লস ম্যাথ অলিম্পিয়াড (ইজিএমও) নামে পরিচিত এই গণিত অলিম্পিয়াডে রৌপ্য পদক অর্জ করেছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী নুজহাত আহমেদ দিশা। আর ব্রোঞ্জ পদক পেয়েছেন নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ।

বাংলাদেশ থেকে মোট চারজন এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেছেন। পদকপ্রাপ্ত ছাড়া দলের অন্য সদস্যরা হলেন, টিকাটুলি কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরিফা আলম ও সরকারি পি. এন. বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাফা তাসনিম।

প্রসঙ্গত, প্রতিযোগিতায় নুজহাত আহমেদ দিশার প্রাপ্ত স্কোর ১৫। আর রায়ান বিনতে মোস্তফার প্রাপ্ত স্কোর ৮। বাংলাদেশ দলের সম্মিলিক স্কোর ২৭।


সর্বশেষ সংবাদ