এক স্কুল থেকেই মেডিকেলে চান্স পেল ২২ ছাত্রী

প্রধান শিক্ষকের সাথে চান্স প্রাপ্তরা
প্রধান শিক্ষকের সাথে চান্স প্রাপ্তরা  © সংগৃহীত

২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় এক স্কুল থেকেই সরকারি মেডিকেলে চান্স পেয়েছেন ২২ শিক্ষার্থী। আর এমন কৃতিত্ব অর্জন করেছেন কিশোরগঞ্জের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। চান্স প্রাপ্তরা সবাই ২০১৮ ব্যাচের শিক্ষার্থী।

মেডিকেলে চান্স প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, তাসফিয়া নওশীন, নওশীন তাবাসসুম ইসলাম, নোসাইবা হোসেন সাবা, আরফাতুন নাহার সুমাইয়া, নিশাত নাবিলা, সাদিয়া হক, সিনথিয়া বিনতে মান্নান, নিভৃতি দ্যোতনা, সায়মা আক্তার, অমৃতি অরাত্রিকা, শেফা উম্মে সালমা সুস্মিতা, সুলতানা আক্তার সাদিয়া, তাজরিয়ান রাফিন মাহি, ফারহানা আক্তার বাঁধন, আসমা সিদ্দিকা অংকন, নূসরাত আরা নিদ্রা, উম্মে হাবিবা অন্তু, অনন্যা সাহা, আনিকা তাসনিম অনি, রেজওয়ানা আফরিন ইকরা, নওশীন তাবাসসুম মৌনতা ও আনজুমান আরা শাম্মী।

এদিকে নিজ স্কুলের শিক্ষার্থীদের এমন চমকপ্রদ ফলাফলে স্কুলের সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নিজের আনন্দ প্রকাশ করতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষক শাহনাজ কবীর বলেন, আমার স্কুল থেকে এসএসসি পাসকৃত মেয়েদের এমন সফলতায় আমরা সবাই গর্বিত। তাদের শিক্ষক হিসেবে আমার খুশির শেষ নেই।


সর্বশেষ সংবাদ