মেয়ের জন্য দোয়া চাইলেন মিশোরীর বাবা
২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী মিশোরী মুনমুন। ৩০০ নম্বরের মধ্যে ২৮৭ এর কিছু বেশি নম্বর পেয়ে প্রথম হয়েছেন তিনি।
মিশোরীর এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার পরিবারের সদস্যরা। চেয়েছেন তার জন্য দোয়াও।
রবিবার (৪ এপ্রিল) রাতে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে মিশোরীর বাবা মো. আবদুল কাইয়ুম জানান, একজন বাবার জন্য এর চেয়ে গর্বের আর কিছুই হতে পারে না। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন।
জানা গেছে, অত্যন্ত মধ্যবিত্ত পরিবারের সন্তান মিশোরী মুনমুন। তার বাবা আবদুল কাইয়ুম পাবনার স্কয়ার গ্রুপে চাকরি করেন। তারা পাবনার রাধানগর এলাকায় বসবাস করেন।
এদিকে মিশোরীর এমন অর্জনে গর্বিত পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। কলেজটির অধ্যক্ষ ড. মো. হুমায়ুন কবির মজুমদার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, মিশোরী অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। কলেজে ভর্তির পর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো করেছে। মিশোরীর এমন অর্জনে আমরা গর্বিত।