০৪ এপ্রিল ২০২১, ০০:১৭

মিস ইউনিভার্স বাংলাদেশের প্রথম রানারআপ ঢাবি ছাত্রী ফারজানা

  © সংগৃহীত

মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের মুকুট উঠলো তানজিয়া জামান মিথিলার মাথায়। এছাড়া প্রথম রানারআপ (দ্বিতীয়) হয়েছেন ফারজানা ইয়াসমিন অনন্যা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ছাত্রী।

রবিবার (৩ এপ্রিল) রাতে রজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে বিজয়ীকে মুকুট পরিয়ে দেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

গ্র্যান্ড ফিনালে বিচারকের আসনে নিযুক্ত ছিলেন প্রাসাদ বিদাপা (ভারত), মেহরুজ মুনির, আইরিন সমার তিলগার, গৌতম সাহা, বিদ্যা সিনহা সাহা মিম, রিয়াজ ইসলাম, সারা সুলেমান এবং তাহসান রহমান খান। বিশেষ বিচারক হিসেবে ছিলেন ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং।

গত ১১ জানুয়ারি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’। এতে নিবন্ধন করেন ৯ হাজারেরও বেশি তরুণী। প্রাথমিক বাছাইয়ের পরে অডিশনের জন্য ডাক পান ৫০০ জন। তাদের মধ্য থেকে প্রাথমিকভাবে ৫০ জনকে বেছে নেওয়া হয়। সেখান থেকে টিকেছেন ২০ তরুণী। এরপর নির্বাচিত হয় সেরা ১০ প্রতিযোগী। ফাইনাল রাউন্ডে বাদ পরেন আরো ৫ জন।

সেরা ৫ জনের ফারজানা আকতার এ্যানি, ফারজানা ইয়াসমিন অনন্যা, তানজিয়া জামান মিথিলা, অনকিতা দে ও মারিয়ম আহমেদ। তাদের মাঝ থেকে মুকুট উঠলো মিথিলার মাথায়।

আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নতুন মিস ইউনিভার্স বাংলাদেশ।