যুক্তরাষ্ট্রের সম্মানজনক হামফ্রে ফেলোশিপ পেলেন এলিটা করিম
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ মার্চ ২০২১, ১২:১২ PM , আপডেট: ০৯ মার্চ ২০২১, ১২:১২ PM
যুক্তরাষ্ট্রের সম্মানজনক হুবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাংবাদিক এলিটা করিম। ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য এ ফেলোশিপ পেয়েছেন তিনি। সাংবাদিক এলিটা করিম বর্তমানে ডেইলি স্টার পত্রিকায় কর্মরত রয়েছেন।
ডেইলি স্টারের চিফ স্ট্রাটেজি অ্যান্ড ডিজিটাল ট্রান্সফর্মিং অফিসার তাজদিন হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এলিটা করিম ডেইলি স্টারের আর্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং স্টার ইয়ুথ বিভাগের দায়িত্বে রয়েছেন।
এলিটা করিম বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্য বিভাগের ছাত্রী ছিলেন। তিনি স্টার উইকেন্ডের এডিটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
হুবার্ট এইচ হামফ্রে ফেলোশিপ প্রোগ্রাম যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের একটি ফেলোশিপ। তরুণ এবং পেশাজীবীদেরকে এই ফেলোশিপের সুযোগ দেওয়া হয়। নির্দিষ্ট দেশের নির্বাচিত নাগরিকদেরকে এক বছরের জন্য ফেলোশিপটি করার সুযোগ দেয় যুক্তরাষ্ট্র।