৩১ জানুয়ারি ২০২১, ১৯:১৬

‘আমার ঝর্ণা সার্ফিংয়ে চ্যাম্পিয়ন হইছে, আমি অনেক খুশি’

ঝর্ণা ও তার পরিবার  © সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে আয়োজিত সার্ফিং প্রতিযোগীতায় চ্যাস্পিয়ন হয়েছে ১১ বছরের ঝর্ণা (ছদ্মনাম)। ডাব্লিউএফপি-অর্থায়িত, জাগো-চালিত সার্ফার্স মেঘের স্কুলের শিক্ষার্থীদের মাঝে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মাত্র ১১ বছর বয়সে ঝর্ণার এমন অর্জনে খুশি তার পরিবার। ঝর্ণার চ্যাম্পিয়ন হওয়া অনুভুতি প্রকাশ করতে গিয়ে তার মা বলেন, আমার ঝর্ণা গ্রামের সব মেয়েগো ভিতরে সার্ফিংয়ে ফার্স্ট হইসে। ‘‘চ্যাম্পিয়ন হইসে সে। এতে আমি অনেক খুশি।” ছোট্ট ঝর্ণার স্বপ্ন, বড় হয়ে একদিন সে ডাক্তার হবে।’’

জানা গেছে, ঝর্ণার বাড়ি কক্সবাজারের সোনাপাড়া গ্রামে। তিন বোন এবং মা সহ চার সদস্যের সংসার তাদের। বাবা বেঁচে আছেন কিন্তু দ্বিতীয় বিয়ে করেছেন বিধায় পুরোনো পরিবারের প্রতি তার আর মনোযোগ নেই। ঝর্ণার মা অনেক কষ্ট করে একা হাতে সংসারটাকে টেনে নিয়ে যাচ্ছেন।

হাজারো প্রতিকূলতার মাঝেও ঝর্ণা দুর্নিবার গতিতে এগিয়ে চলার একমাত্র সাথী এই বিশাল সমুদ্র। প্রকান্ড ঢেউয়ের মাঝে সার্ফিং করে সে এবং খুঁজে পায় স্বস্তি ।