বিশ্বের সেরা শিক্ষক হিসেবে জিতলেন সাড়ে ৮ কোটি টাকা

  © সংগৃহীত

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য বিশ্ব শিক্ষক পুরস্কার (গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড) পেয়েছেন ভারতের মহারাষ্ট্রের এক স্কুলশিক্ষক রণজিৎসিন দিশালে। আদিবাসী অধ্যুষিত এলাকায় নারীশিক্ষা বিস্তারে অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে আট কোটি টাকা। 

গত বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল অনুষ্ঠানে এ পুরস্কারের ঘোষণা করা হয়। সেখানে বিশ্বের ১০ জন সেরা শিক্ষকের মধ্য থেকে ভারতের শিক্ষক রণজিৎসিন দিশালেকে সেরা ঘোষণা করা হয়।

রণজিৎসিন দিশালে বলেন , শিক্ষকেরাই বিশ্বে প্রকৃত পরিবর্তন আনতে পারেন। করোনার সময় শিক্ষকেরা তাদের সর্বোচ্চ দিয়ে এটা নিশ্চিত করেছেন যেন কেও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়। তিনি পুরস্কারের অর্ধেক অর্থ বাকি ৯ শিক্ষকদের দিতে চান বলেও জানান।

গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড কর্তৃপক্ষ জানিয়েছে, রণজিৎসিন দিশালে আদিবাসী–অধ্যুষিত এলাকায় শিক্ষকতা করেন। সেখানকার শিক্ষার্থীদের মাতৃভাষায় আলাদা বই নেই। তিনি বইগুলো মাতৃভাষায় অনুবাদ করে পড়ান। গ্রামের স্থানীয় ভাষায় পড়তে পারায় শিক্ষার্থীদের উপস্থিতিও ক্লাসে বেশি থাকে। তিনি শিক্ষার্থীদের জন্য কিউআর কোডের মাধ্যমে অডিওতে কবিতা, ভিডিও লেকচার, গল্প ও অ্যাসাইনমেন্টের ব্যবস্থা করেছেন। তার অনন্য কিউআর কোড প্রযুক্তি এখন পুরো ভারতে ছড়িয়ে পড়ছে।

শুধু ভারতেই নয় অনলাইনের মাধ্যমে ৮০টি দেশে পাঠদানের কাজ করেন রণজিৎ। সংঘাতপূর্ণ দেশগুলোর তরুণদের মধ্যে যোগাযোগ বাড়াতে একটি আন্তর্জাতিক প্রজেক্টও চালান তিনি। 

 

সূত্র: সিএনএন


সর্বশেষ সংবাদ